আমেরিকায় যারা দীর্ঘদিন থাকেনি, তাঁরা দেশে বসে বুঝতে পারেন না এদেশের আসল জীবনটা ঠিক কেমন। তাঁদের কাছে আমেরিকা এখনো সোনার দেশ। যাকে এদেশের ভাষায় বলে, “দা স্ট্রিটস আর পেভ্ড ইন গোল্ড।” বহুকাল আগে থেকে চলে আসা কতগুলো শব্দ, কতগুলো বর্ণনা — যা আমাদের কাছে স্বপ্নের মত ছিল, তা এখন ঠিক কেমন, সেটা এখানে জীবন না কাটালে ঠিক বোঝানো যায়না। বিশেষ করে মার্কিন মুভি, মিডিয়া এবং তাদের দোসর আমাদের দেশের মিডিয়া, টিভি ও কাগজপত্রের কল্যাণে এদেশ সম্পর্কে এমন একটা মায়াজাল সৃষ্টি করা হয়েছে, যার অন্য দিকটা সম্পর্কে কেউ জানেনা। Link at https://aparjan.com/2019/01/10/january2019-pabaes/?fbclid=IwAR21sTVpxUEgOgrni6Y-JYwFHatCGWp9D_d91SvJ2XeKS21-wTEVPOzl3-o